জনগণকে “খেলা হবে” শব্দযুগলের সামনে দাঁড়াতে হচ্ছে বারবার – ইসলামী আন্দোলন বাংলাদেশ

জনগণকে “খেলা হবে” শব্দযুগলের সামনে দাঁড়াতে হচ্ছে বারবার – ইসলামী আন্দোলন বাংলাদেশ

‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। সবাই ক্ষমতা দখল করতে জনগণকে নিয়ে হোলি খেলায় লিপ্ত হয়েছে। এ কারণে জনগণকে “খেলা হবে” শব্দযুগলের সামনে দাঁড়াতে হচ্ছে বারবার। রাজনৈতিক নেতাদের অতিবচন দেশকে অস্থিতিশীল করছে। এত খেলার শখ হলে প্রশাসনের অনুমতি নিয়ে মাঠে খেলুন। সাধারণ জনগণ দর্শক হয়ে উপভোগ করবে। তবুও রাজপথে জনগণের রক্ত নিয়ে খেলা করা বন্ধ করুন।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর কমিটির মাসিক বৈঠকে এসব কথা বলেছেন সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, দপ্তর সম্পাদক মুফতি নিজাম উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মুজিবুর রহমান, ছাত্র ও যুব সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, আইন সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী প্রমুখ।

শেখ ফজলে বারী মাসউদ আরও বলেছেন, ইসলাম, মানবতা ও দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। মূল্যবোধ ও নৈতিকতা নষ্ট করতে দেশের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষা সঙ্কুচিত করা হয়েছে। তরুণ ও যুবকদের পাপাচারী বানাতে মদের সহজ পারমিট দেওয়া হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক চরম সঙ্কটে পতিত হয়েছে দেশ। সকল সঙ্কট মোকাবিলায় ইসলামী অনুশাসন অনুসরণ করতে হবে। তা না হলে স্থায়ী শান্তি ও মুক্তি সম্ভব হবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *