জামিন পেলেন হেফাজত নেতা মনির হোসাইন কাশেমী

জামিন পেলেন হেফাজত নেতা মনির হোসাইন কাশেমী

২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় হেফাজত নেতা মুফতি মনির হোসাইন কাশেমীর জামিন দিয়েছে হাইকোর্ট। অপর দুই মামলার জামিন আবেদন খারিজ করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেডগ্রাউন্ডে দেশী-বিদেশী সরকার প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করা এবং ঢাকাসহ সারাদেশে ব্যাপক তান্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় হেফাজত ইসলামের অর্থ বিষয়ক সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমীর দুই মামলায় জামিন দেয়নি হাইকোর্ট।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। আসামি পক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন।

২০২১ সালের ২১ শে মে রাজধানীর বারিধারা থেকে হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতাসহ বেশকিছু নাশকতার মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *