তাবলিগ করা কি ফরজ?

তাবলিগ করা কি ফরজ?

বর্তমান যুগে দীনের তাবলিগ করা কি ফরয, না অন্য কিছু?

উত্তর: তাবলিগে দীন প্রত্যেক যুগে ফরজ ছিলো এবং এখনো ফরয। তবে উক্ত ফরয এক সাথে একই সময়ে সকলের ওপর বর্তায় না। প্রয়োজন ও জরুরত অনুযায়ী তার গুরুত্ব বিদ্যমান।

যে লোক যতটুকু যোগ্যতা সম্পন্ন তার দায়িত্বও তত বেশি। কুরআন শরিফে আমর বিল মা’রুফ তথা সৎ কাজের আদেশ এবং নেহি আনিল মুনকার তথা অসৎ কাজ থেকে নিষেধ সম্বন্ধে সরাসরি নিদের্শ দেয়া হয়েছে।

সবচেয়ে ভালো কাজ হচ্ছে, ঈমান এবং খারাপ ও মুনকার কাজ হচ্ছে, কুফর। প্রত্যেক মুমিন নিজের অবস্থান অনুযায়ী নির্দেশপ্রাপ্ত হয়ে থাকে, যাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিলকৃত দীনকে তার নির্দেশনা অনুযায়ী উম্মতের নিকট পৌঁছানো যায়।

রেফারেন্স গ্রন্থ : জামেউল ফাতাওয়া
লেখক: মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ
সংকলন: মাওলানা হুসাইন আহমাদ খান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *