দক্ষিন আফ্রিকায় ১৩তম জাতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

দক্ষিন আফ্রিকায় ১৩তম জাতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় ১৩তম জাতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে কয়েক ডজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ইভেন্টটি বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত ছিলো। মুসলিমদের স্বতস্ফূর্ত উপস্থিত দেখা যায় এই প্রতিযোগিতায়।শনিবার (১৪ জানুয়ারি) দেশটির ঘাউটেং প্রদেশের পিটোরিয়ার লোডিয়ামের আল-নূর মসজিদে সাউথ আফ্রিকান ন্যাশনাল কোরআন কাউন্সিলের উদ্যোগে এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা প্রতিযোগীদের মধ্যে সমান্তরাল সেশনের আয়োজন করা হয়েছে। সবার বয়স ১০ থেকে ২৪ বছর। প্রতিটি প্রতিযোগী কতটুকু কোরআন মুখস্ত করেছে তার উপর ভিত্তি করে তাদেরকে তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে।

প্রতিযোগিতায় প্রতিযোগীদের সুমধুর কণ্ঠে আল্লাহ তায়ালার বানী শুনে সবাই মুগ্ধ হন। প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মাধুর্য্যময় কন্ঠে কোরআন তেলাওয়াতে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের সম্মাননা প্রদান ও শুভেচ্ছা জানান শেখ মাহের আল মিকাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ মাহের আল মিকাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিম্বাবুয়ের প্রধান মুফতি ডক্টর ইসমাইল ইবনে মুসা মেস্ক। আরো উপস্থিত ছিলেন কারি বশীর প্যাটেল সহ বিশিষ্ট তেলাওয়াতকারী এবং ইসলামিক পণ্ডিতগণ।

পবিত্র কোরআন আল্লাহর বাণী। যেভাবে তেলাওয়াত করা দরকার সেভাবে পাঠ করার চেষ্টা করা উচিত। আমরা এই দুনিয়াতে (পৃথিবীতে) আরও অনেক কিছুর জন্য কতইনা চেষ্টা করি। কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই ‘পবিত্র কোরআন’ এই উপহারটি যা আল্লাহ আমাদের দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *