দাজ্জাল রুখো – জাগরণী সংগীত লিরিক্স | কলরব | সাঈদ আহমদ | Holy Tune

দাজ্জাল রুখো – জাগরণী সংগীত লিরিক্স | কলরব | সাঈদ আহমদ | Holy Tune

সংগীতঃ দাজ্জাল রুখো
কথা ও সুরঃ সাঈদ আহমদ
শিল্পীঃ সাঈদ আহমদ ও কলরবের শিল্পীরা
রেকর্ড ও প্রচারঃ হলি টিউন

ঐ মাহদীর সৈন্যরা গর্জে ওঠো
শহিদী তামান্না বুকে নিয়ে
সুফিয়ানা মতবাদ রুখতে হলে
এখন থেকেই থাকো তৈরি হয়ে। (২)
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২)

যার একহাতে থাকবে জান্নাত
একহাতে থাকবে জাহান্নাম
মানুষকে বলবে ডেকে ডেকে
আমিই তো তোমাদের খোদা মহান। (২)
যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান (২)
মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২)

আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে
একটু কি দিলে দয়া হয় না
ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কশে
এখনো তো সময় হলো না। (২)
মুমিনরা হয়ে যাবে মাজলুম
গাজওয়ায়ে হিন্দ ভাঙ্গাবে ঘুম
পদে পদে আসবে মসিবত
চারিদিকে পড়বে পাপের ধুম। (২)
মুর্খরা গড়বে সমাজ
উঠে যাবে এলেম ও লাজ। (২)
আসছে কেয়ামত রুখতে মসিবত
হাকছে আজান বেলাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (৩)

সরাসরি হলি টিউন স্টুডিও থেকে

সম্মানিত পাঠক, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম

Please Follow US – Halaltune.com | Facebook 

Please Subscribe US – Halal Tune Blog | Youtube

Related Articles