হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ২৫ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। রোববার (২১ মে) সন্ধ্যায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।
২০২১ সালের ১৪ এপ্রিল গ্রেফতার হন হেফাজতে ইসলামের এই নেতা। এরপর একে একে ১৭টি মামলা হয় তার বিরুদ্ধে। সবগুলো মামলায় জামিন পাওয়ায় তিনি কারাগার থেকে মুক্তি পান। মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীর পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।
হেফাজতের এই নেতা মুফতি ফজলুল হক আমিনীর মেয়ের জামাতা। তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া গ্রেফতারের আগে তিনি লালবাগ মাদরাসার মুহাদ্দিস ছিলেন। তবে কারাগারে যাওয়ার পর তাকে মাদরাসা থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।
২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে হেফাজতে ইসলাম প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকজন মারাও যান।
এরপর সরকার কওমি মাদরাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। একে একে অর্ধশতাধিক নেতাকে গ্রেফতার করা হয়। তবে ইতোমধ্যে জামিনে মুক্তি লাভ করেছেন বেশির ভাগ নেতা। তাছাড়া হেফাজতের ওই কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারের চাপেই ওই কমিটি বিলুপ্ত করে সরকারের আস্থাভাজন লোকদের দিয়ে হেফজাতের নতুন কমিটি করা হয়।