‘দেশের মানুষের সামনে ইসলামের প্রকৃত সৌন্দর্য উপস্থাপন করতে চাই’

‘দেশের মানুষের সামনে ইসলামের প্রকৃত সৌন্দর্য উপস্থাপন করতে চাই’

বরিশালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চরমোনাইয়ের ৩দিনব্যাপী বার্ষিক মাহফিল।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সমাপনী অধিবেশনের বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে।

তিনি বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। আমরা ইসলামকে বিজয়ী করার মাধ্যমে দেশের মানুষের সামনে ইসলামের প্রকৃত সৌন্দর্য উপস্থাপন করতে চাই।

তিনি আরও বলেন, অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিবর্তনবাদসহ অসঙ্গতিতে ভরা পাঠ্য সিলেবাসের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। এমন পাঠ্য সিলেবাস ৯২ ভাগ মুসলমানের দেশে চলতে দেয়া যায় না।

এ সময় বিদ্যুত, গ্যাস ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ এবং জাতি বিধ্বংসী পাঠ্যপুস্তক বাতিলের দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদেশে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

আখেরী মোনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। বিশেষত তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Related Articles