দ্বিতীয় ধাপে বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দ্বিতীয় ধাপে বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

৩ জুলাই রবিবার সুনামগঞ্জ জেলায় দ্বিতীয় ধাপে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই  তথ্য জানিয়েছেন। রবিবার থেকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ছেলানী পাড়া, দক্ষিণ শ্রীপুর, ঘোড়াঘাট এবং বিশ্বম্ভপুরের বাগুয়া, সাতগাও, রাজেন্দ্রপুরে বন্যা দুর্গত ৬০০ পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন ফেসবুক পেইজে লেখেন-

আলহামদু লিল্লাহ, পুরো দমে চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপের ত্রাণ কার্যক্রম। এই ধাপে ৪৫৮ টন চাল বিতরণ করা হবে ইন-শা-আল্লাহ।

গতকাল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ছেলানী পাড়া, দক্ষিণ শ্রীপুর, ঘোড়াঘাট এবং বিশ্বম্ভপুরের বাগুয়া, সাতগাও, রাজেন্দ্রপুরে বন্যা দুর্গত ৬০০ পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।
একই সময় সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার হাওর এলাকা এবং খসির আব্দুল্লাহপুর, বৈরাগিবাজার এলাকায় ৫৪০টি পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।
এছাড়া তাহিরপুরে প্রান্তিক চাষীদের ২৯ বস্তা পশুখাদ্য দেয়া হয়।

উল্লেখ্য, আমরা বন্যায় চার স্তরে ত্রাণ বিতরণের পরিকল্পনা করেছি। প্রথমে তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য শুকনো ও সীমিত খাবার (চিড়া, খেজুর, অল্প পরিমাণ চাল ডাল ইত্যাদি), এরপর দীর্ঘ মেয়াদি খাদ্য চাহিদা পূরণের জন্য ১ বস্তা করে চাল, এরপর গোশত বিতরণ এবং সবশেষে পুনর্বাসন।

আর তথ্য জানতে এখানে ক্লিক করুন

Related Articles