ধর্ষণের প্রতিবাদে সাঈদ আহমাদের জ্বালাময়ী গজল “লজ্জিত বাংলাদেশ” | Lojjito Bangladesh Lyrics | Sayed Ahmad Kalarab

ধর্ষণের প্রতিবাদে সাঈদ আহমাদের জ্বালাময়ী গজল “লজ্জিত বাংলাদেশ” | Lojjito Bangladesh Lyrics | Sayed Ahmad Kalarab

গজলঃ লজ্জিত বাংলাদেশ
গীতিকারঃ ইয়াসিন রুবেল
সুরঃ সাঈদ আহমদ
শিল্পীঃ সাঈদ আহমদ

আর কত প্রাণ ঝড়লে তবে রাষ্ট্র তোমার ভাংবে ঘুম
ধর্ষিত আজ ছোট্ট খুকী ধর্ষণেরই চলছে ধুম
আর কত প্রাণ ঝড়লে তবে রাষ্ট্র তোমার ভাংবে ঘুম
ধর্ষিত আজ ছোট্ট খুকী ধর্ষণেরই চলছে ধুম।
শহর নগর মহল্লাতে চলছে এসব দিনে রাতে
রশাতলে দেশ।
রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ।

নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন
অবুঝ শিশুর আর্তনাদে জ্বলছে গায়ে আগুন
নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন
অবুঝ শিশুর আর্তনাদে জ্বলছে গায়ে আগুন।
বুক ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদের কে পাহারা
খুঁজতে হবে লেশ।
রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ।

বাবার চোখের চাহনিতে শোকের মাতম খুব
সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ
বাবার চোখের চাহনিতে শোকের মাতম খুব
সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ।
কার কাছেতে যাবো তবে কবে সঠিক বিচার হবে
দুঃখ জমা বেশ।
রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ।

আর কত প্রাণ ঝড়লে তবে রাষ্ট্র তোমার ভাংবে ঘুম
ধর্ষিত আজ ছোট্ট খুকী ধর্ষণেরই চলছে ধুম।
শহর নগর মহল্লাতে চলছে এসব দিনে রাতে
রশাতলে দেশ।
রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ
লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ।

বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। জাজাকাল্লাহ

গজলটি সরাসরি উপভোগ করুন সাঈদ আহমদ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *