Skip to content
নতুন ইসলামিক গজল। HABIBI MUHAMMAD Lyrics । হাবিবি মুহাম্মদ লিরিক্স। Muhammad Badruzzaman । Kalarab
Home - গজল লিরিক্স - কলরব - নতুন ইসলামিক গজল। HABIBI MUHAMMAD Lyrics । হাবিবি মুহাম্মদ লিরিক্স। Muhammad Badruzzaman । Kalarab
নতুন ইসলামিক গজল। HABIBI MUHAMMAD Lyrics । হাবিবি মুহাম্মদ লিরিক্স। Muhammad Badruzzaman । Kalarab
গজল – হাবিবি মুহাম্মাদ
শিল্পী – মুহাম্মাদ বদরুজ্জামান
সহশিল্পী – হুসাইন আদনান, তাউহিদ জামিল, আহনাফ খালিদ ও ফজলে এলাহি সাকিব
কথা – হুসাইন আল হাফিজ
সুর – সাইফুল্লাহ নুর ও মুহাম্মাদ বদরুজ্জামান
আমি চোখের তারায় তারায় লিখেছি এক নাম
আমার মনের পাড়ায় পাড়ায় এঁকেছি সেই নাম (২)
হৃদয়ের জ্বল সাগরে অশ্রু ঝড়ে গাই বিরহের নাত
হাবিবি….. হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
আরবের মরুর ধুলা, এ বুকে জাগায় দোলা (২)
নবিজী তোমায় রাখি খুব যতনে আগলে বুকে
মদিনা ভাগ্যে নসিব করো আমার দুটি চোখে।
এ মনের গহীন কোনে স্বপ্ন বুনে যাই আমি দিন রাত
হাবিবি….. হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
আমেনার আঁখির তারা, তুমি আল্লাহ্র পিয়ারা (২)
করেছেন তোমায় সেরা সৃষ্টি তামাম কুলের মাঝে
আজো তাই কুল বসুধায় তোমার নামের দুরুদ বাজে।
আমি তো প্রেমের ফানা প্রেম দিওয়ানা মিঠাও মনের স্বাদ
হাবিবি….. হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
হাবিবি মুহাম্মাদ… হাবিবি মুহাম্মাদ…
