নিয়মিত যে আমল করলে সমুদ্রের ফেনা পরিমান গুনাহ আল্লাহ্‌ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ্‌

নিয়মিত যে আমল করলে সমুদ্রের ফেনা পরিমান গুনাহ আল্লাহ্‌ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ্‌

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে ‘سبحان الله’ (সুবহানাল্লাহ) তাসবিহ ৩৩ বার ‘الحمد لله’ (আলহামদুলিল্লাহ) তাহমিদ ৩৩ বার এবং ‘الله أكبر’ (আল্লাহু আকবার) তাকবির ৩৩ বার পড়বে।

আর এভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে-
لَا إلَهَ إلاَّ اللَّهُ وَحْدهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’
অর্থ : ‘আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। তিনি একক ও তাঁর কোনো অংশীদার নেই। সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনিই। সব প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’

তাহলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়।’ (মুসলিম)

 

মুফতি আরিফ বিন হাবীবের বয়ান থেকে সংগৃহীত (ভিডিও)

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *