পর্দা নারীর রূপের ভূষণ | কলরবের পর্দা নিয়ে জ্বালাময়ী গজল | সাঈদ আহমদ ও বদরুজ্জামান

পর্দা নারীর রূপের ভূষণ | কলরবের পর্দা নিয়ে জ্বালাময়ী গজল | সাঈদ আহমদ ও বদরুজ্জামান

পর্দা নারীর রূপের ভূষণ
কথা- আবু বকর সিদ্দীক
সুর – সাঈদ আহমাদ
শিল্পী- সাঈদ আহমদ ও বদরুজ্জামান

পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজ সম্ভ্রমের
শালিন পোষাক পড়লে তুমি আত্মা কাপে হায়নাদের।২
হে নারী… হে নারী… হে নারী…
তোমায় যারা পন্য বানায় রঙ্গ সাজায় মঞ্চ কাপায় নিত্য গানের উল্লাসে
কে বা তারা কোন সে আশায় কিশের নেশায়,
সর্ব সময় ঘোরছে তোমার আশপাশে?
শত্রু মিত্র চিন ভাল মন্দ জানো।২
কদম বাড়াও সম্মুখে।
তুমি তো সাহসীনি বধু মা-বোন জ্বননী।
তোমায় রুখবে কে বলো তোমায় রুখবে কে?

শিক্ষা সেবায় চাকরি পেশায় নারী বান্ধব ইসলাম
প্রতিভা বিকাশে ব্যবসায় অফিসে করেনি তো কভু বাধা দান
কিন্তু তোমার আবরু বাঁচাতে ধর্ষকদের দৃষ্টি এড়াতে দিয়েছে এক বিধান।
পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান।
পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান, পর্দাই সম্মান

নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে
অন্তরেতে খোদা ভীতি করবে জিকির জ্ববানে।২
চলনে নারী শালিন হবে কঠোর হবে বলনে
পরপুরুষের সঙ্গে কোন কথা নাই অপ্রয়োজনে
এটাই তোমার মর্যাদা হে নারী, এটাই তোমার মান
পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান।
পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান, পর্দাই সম্মান

আলকাতরার বিজ্ঞাপনে নারীকে লাগে কোন কাজে?
প্রগতির নামে হচ্ছে কি সব কোন সরমে কোন লাজে।২
নারী জাতিকে পন্যায়নে হচ্ছে এসব খুব বাজে
ধর্ষকদের লোলপ দৃষ্টি পড়ছে দেহের সব ভাজে
আর মানিনা আমরা নারী জাতি, এমন অপমান
পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান
পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান, পর্দাই সম্মান।

পোষাকের দায় ধর্ষনে নয় সুরসুরি দেয় ইচ্ছাতে
মগজে যাদের ঘুন ধরেছে তাদের জন্য সব সাজে।২
পোশাক যদি স্বাধীনতা হয় বোরকা কি দোষ করেছে ?
বোরকা কেন লাঞ্চিত হয় ভার্সিটি আর কলেজে
শোনতে চাইনা মুখরোচক নারী বাদী শ্লোগান
পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান
পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান, পর্দাই সম্মান।

 

অডিও শুনুন এখান থেকে 

 

ইউটিউব থেকে শুনতে চাইলে সরাসরি হলি টিউন এর চ্যানেল থেকে লিংক দেয়া হল

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *