বরিশালবাসীর মেয়র না, খাদেম হতে চাই: ফয়জুল করিম

বরিশালবাসীর মেয়র না, খাদেম হতে চাই: ফয়জুল করিম

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে চরমোনাই পির ও দলটির আমির সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম সিনিয়র নায়েবে আমির ও নগর সভাপতি সৈয়দ ফয়জুল করিমকে প্রার্থী ঘোষণা করেন।

হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম বলেন, বরিশালবাসীর মেয়র না, খাদেম হতে চাই। নগরবাসীর জন্য কী করবো জানি না। তবে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। ফয়জুল করিম আরও বলেন, ‘আমি বরিশাল সিটি করপোরেশনকে কী কী উপহার দেবো তা জানি না। কিন্তু মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তাদের অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করবো।’

উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি আপনারা পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা বরিশালে এক নিরপেক্ষ-অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবো। কিন্তু আপনারা যদি পাশে না থাকেন এটা সম্ভব নয়।’

সরকারকে উদ্দেশ্য করে হাতপাখার এ প্রার্থী বলেন, ‘সরকারকে মেসেজ দিতে চাই, সিটি করপোরেশন নির্বাচনে যদি অন্যভাবে ক্ষমতা দখলের চেষ্টা করেন, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার ক্ষমতার মসনদ কাঁপানোর এটাই হবে সূচনা।’

চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে দলের মেয়র প্রার্থী ঘোষণাকালে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। নাম ঘোষণার পর প্রার্থীর হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *