বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে খ্রীস্টান যুবকের ইসলাম গ্রহণ

বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে খ্রীস্টান যুবকের ইসলাম গ্রহণ

ব্রিটেনের অন্যতম ইসলামী মারকায বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে খ্রীস্টান তরুন-যুবকরা প্রতিনিয়ত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এর ধারাবাহিকতায় গতকাল ২৬ মার্চ রবিবার বাদ যুহর সিরাজাম মুনিরা জামে মসজিদের খতীব সায়্যিদ শাইখ ফাদি যুবা ইবনে আলী ছাহেবের বুখারী শরীফের ক্লাসে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ডোরাইন নামে আরেক খ্রীস্টান যুবক।

ডোরাইন প্রায়ই সায়্যিদ শাইখ ফাদি ছাহেবের বুখারী শরীফের ক্লাসে অংশ নিতেন। একপর্যায়ে ইসলামের মৌলিক বিষয়ে জ্ঞনার্জনের পর তিনি গতকাল ইসলাম কবূল করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ্ব কাজী নানু মিয়া, আলহাজ্ব জসিম উদ্দিন, আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, মাওলানা আবুল হাসান, ইমাম হাফিজ মাওলানা শামসুল আলম, কারি আহমদ আলী ও আহলুল মাহাব্বাহ ইউকের পরিচালক কারী মুহাম্মদ মাহফুজ প্রমূখ।

সিরাজাম মুনিরার পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী জানান, সিরাজাম মুনিরা জামে মসজিদ প্রতিষ্ঠার পর থেকে প্রায়ই বিধর্মী ভাইয়েরা এসে ইসলাম গ্রহণ করছেন। এটা সিরাজাম মুনিরার স্বার্থকতা। আর আমরা আমাদের নব মুসলিম ভাইদেরকে বরণ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। যারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করছেন আল্লাহ তাদেরকে কবুল করুন।

আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন, সিরাজাম মুনিরা জামে মসজিদ গতানুগতিক কোনো মসজিদ নয় এটি একটি ইনস্টিটিউট। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আসেন। শেখ ফাদি যুবা ইবনে আলী ছাহেবের বুখারী শরীফের দরসে শরীক হন। তাঁর দরস থেকে মানুষের হেদায়াত নসীব হয়। বিধর্মীরা ইসলাম কবূল করেন। তিনি বলেন ব্রিটেনের জমিনে দ্বীনের তরে সিরাজাম মুনিরা ও শেখ ফাদি ছাহেবের খেদমত অতুলনীয়। আল্লাহ যেন এ খেদমত কবুল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *