বাসায় ফিরছেন নিখোঁজ ‘মোল্লার বই’ য়ের লেখক মাহমুদুল হাসান

বাসায় ফিরছেন নিখোঁজ ‘মোল্লার বই’ য়ের লেখক মাহমুদুল হাসান

 

নিখোঁজের আট দিন পর বাসায় ফিরেছেন ‘মোল্লার বই ডটকম’ এর সিইও মাহমুদুল হাসান। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাসায় ফেরেন তিনি। তকে এই কয়দিন তিনি কোথায় ছিলেন বা কেউ তাকে তুলে নিয়ে গিয়েছিল কিনা তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছুই জানাননি তিনি। এছাড়া তার পরিবারের পক্ষ থেকেও বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

বুধবার ভোর সাড়ে তিনটার দিকে মাহমুদুল হাছানের ভাই আহমদ জাফর তার ভাইয়ের বাসায় আসায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আহমদ জাফর বলেন, রাত ২টার দিকে মাহমুদুল বাসায় আসেন। তবে তিনি এই আটদিন কোথায় ছিলেন এবং কারা তাকে নিয়ে গিয়েছিল এখনো সে বিষয়ে কিছু বলেননি। এখন তিনি ঘুমাচ্ছেন।

গত ১০ জানুয়ারি রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর কুতুবপুর এলাকার বড় মাদ্রাসা মার্কেট থেকে মাহমুদুল নিখোঁজ হন বলে তার পরিবার অভিযোগ করেন।

এর আগে পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন গ্রাহকের কিছু বই সরবরাহ করে বাসায় ফিরবেন। কিন্তু সেই রাতে আর ফিরে আসেননি। এরপর পরিবার বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে অবশেষে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সেই জিডির সূত্র ধরে সেদিন থেকে তদন্ত করছিল পুলিশ। অবশেষে আট দিন পর তিনি বাসায় ফিরলেন।

আর পড়ুনঃ-যে আয়াত শুনে এক ইহুদির ইসলাম গ্রহণ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *