বিসমিল্লাহির রাহমানির রাহিম এর পরিবর্তে “৭৮৬” লেখা যাবে কি?

বিসমিল্লাহির রাহমানির রাহিম এর পরিবর্তে “৭৮৬” লেখা যাবে কি?

আরবি প্রতিটি অক্ষরের একটি রোমান সংখ্যা আছে। ৭৮৬ হলো পুরো বিসমিল্লাহ’র রোমান সংখ্যা। আমাদের পূর্বযুগ থেকেই বিসমিল্লাহ’র পরিবর্তে ৭৮৬ লেখার বিষয়টি চলে আসছে। তখন সম্ভবত এটা চিঠিতে লেখা হত, যাতে চিঠি ছিড়ে ফেলে দিলে বিসমিল্লাহ’র অসম্মান না হয়। এর দ্বারা যদিও বিসমিল্লাহ লেখার বরকত অর্জন হয় না, কিন্তু ৭৮৬ লিখলে প্রাপক বুঝতে পারো, বিসমিল্লাহ’ই লেখা উদ্দেশ্য; তাই সে ৭৮৬ দেখলে বিসমিল্লাহ পড়ে নেয়।

বিসমিল্লাহ’র দুটি বরকত রয়েছে- ১. লেখার ২. পড়ার। অসম্মানের আশঙ্কায় লেখার বরকত বাদ দেয়া হয়। কিন্তু ৭৮৬ লেখার মাধ্যমে পড়ার বরকতের প্রতি উৎসাহিত করা হচ্ছে।

সুতরাং বিভিন্ন হ্যান্ডবিল, পেস্টারে বিসমিল্লাহ’র পরিবর্তে ৭৮৬ লেখার মাধ্যমে যদি এই উদ্দেশ্য হয় এটা দেখলে পাঠক বিসমিল্লাহ পড়ে লেখা পড়া শুরু করবে তাহলে শরীয়তের দৃষ্টিতে তাতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো এর স্থানে বিসমিহী তায়ালা লেখা।

(শরহুল মাজাল্লা-১৭, আপকে মাসাইল আওর উনকা হল-৮/৩৪৮)

কালেক্ট – আওয়ার ইসলাম

 

সম্মানিত পাঠক, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম

Please Follow US – Halaltune.com | Facebook 

Please Subscribe US – Halal Tune Blog | Youtube

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *