মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউ এখন বাংলাদেশে

মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউ এখন বাংলাদেশে

বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শরিক হতে তিনি ঢাকায় এসেছেন বলে জানা যায়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন দাঈ লিউ। সেখানে দেখা যায়, যানজটের মধ্যে একটি রিকশায় বসে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আই লাভ বাংলাদেশ।” এর আগে বিমানে উঠে সবার দোয়া চেয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন যেন আমি ঢাকা যেতে পারি।”

গত বছরের সেপ্টেম্বরে দাঈ লিউয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, দীনের দাওয়াত দিতে মালয়েশিয়ার এক নাইট ক্লাবে গেছেন তিনি। একজন হুজুরকে সেখানে দেখে সবাই হতবাক হয়ে যান।

প্রসঙ্গত, দাঈ লিউ মালয়েশিয়ার একজন ইসলামি উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক। তার পুরো নাম এবিত ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *