যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রশংসা করে, তাঁর উত্তরে সে কি বলবে

যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রশংসা করে, তাঁর উত্তরে সে কি বলবে

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে লিখছি তা হল একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রশংসা করে, তাঁর উত্তরে সে কি বলবে। 

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা রোজ কিংবা ভাল কোন কাজের মাধ্যমে তাদের প্রশংসা করে থাকি। এতে করে লোকটি ভাল কাজের উৎসাহ পেয়ে থাকে। কেউ কেউ এর বিপরীত হয় যেমন, অহংকারী ইত্যাদি। যাতে কেউ বিপথে না যায় এবং ভাল কাজের প্রশংসা পেয়ে ভাল কাজেই মন নিবেশ করতে পারে। তাই ওই ব্যাক্তির উচিৎ এই দোয়াটি পড়া।

অনুবাদঃ হে আল্লাহ, তারা যা বলছে তার জন্য আমাকে পাকড়াও করবেন না, তারা (আমার ব্যাপারে) যা জানে না সে ব্যাপারে আমাকে ক্ষমা করুন। (আর তারা যা ধারণা করে তার চাইতেও আমাকে উত্তম বানান)

বুখারী, আল-আদাবুল মুফরাদ, নং ৭৬১।

মহান আল্লাহ্‌ আমাদের উত্তমরূপে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন – আমিন

 

সম্মানিত পাঠক, আমাদের সাইটটি ভাল লাগলে আপনার ডিভাইজে বুকমার্ক করে রাখুন। এবং নিয়মিত আমাদের আর্টিকেল গুলো পড়ুন। ফেসবুকে শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

ফেসবুকে আমরা –  Halaltune.com | Facebook 

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন – www.youtube.com/c/HalalTuneBlog

Related Articles