রাজধানীর ১৭ স্থানে বসবে কোরবানির পশুর হাট

রাজধানীর ১৭ স্থানে বসবে কোরবানির পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে প্রস্তুত করা হচ্ছে পশুর হাট। চলছে হাসিল কক্ষ আর প্রধান ফটক নির্মাণের কাজ। ঢাকা মহানগরে এবার মোট ১৫টি অস্থায়ী ও ২টি স্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

জানা যায়, ঢাকা উত্তরে ৮টি এবং দক্ষিণে বসবে ৭টি হাট। খিলগাঁও আর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন দুটি হাটের অনুমতি দেয়া হলেও এখনো ইজারাদার নির্ধারিত হয়নি।

উত্তর সিটিতে ভাটারা, দিয়াবাড়ি, মিরপুর, বাড্ডা, বছিলা, কাওলা, তেজগাঁও ও কাঁচকুড়া এলাকায় বসবে হাট। দক্ষিণ সিটিতে হাজারীবাগ, পোস্তগোলা, মেরাদিয়া, দনিয়া, ধোলাইখাল, রহমতগঞ্জ ও আমুলিয়া এলাকা থেকে কেনা যাবে কোরবানির পশু। তবে পুরান ঢাকার নয়াবাজারে এবার বসছে না কোরবানির পশুর হাট।

নির্ধারিত সময়ের আগে হাট না বসানোসহ বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান দুই সিটি মেয়র। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। প্রসঙ্গত, গত বছর গাবতলী ও সারুলিয়া ছাড়াও মোট ২১ স্থানে অস্থায়ী হাট বসেছিল রাজধানীজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *