সময়ের সেরা জ্বালাময়ী গজল। Chi Chi Shahabagi। ছি ছি শাহাবাগী। জনে জনে খবর দে, শাহাবাগীদের গোসল দে লিরিক। কলরব

সময়ের সেরা জ্বালাময়ী গজল। Chi Chi Shahabagi। ছি ছি শাহাবাগী। জনে জনে খবর দে, শাহাবাগীদের গোসল দে লিরিক। কলরব

গজলঃ ছি ছি শাহাবাগী
শিল্পীঃ মুহাম্মদ বদরুজ্জামান, ইয়াসিন হায়দার ও ইকবাল মাহমুদ
গীতিকারঃ হুসাইন আল হাফিজ
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
প্রযোজনাঃ হলি টিউন

ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী
ছি ছি ছি ছি
ধিক্কার শাহবাগী

রাস্তা ঘাটে বিড়ি টানার স্বাধীনতা চায় তারা
ধর্ম নিয়ে কটূক্তি আর করে নানান পাঁয়তারা
রাস্তা ঘাটে বিড়ি টানার স্বাধীনতা চায় তারা
ধর্ম নিয়ে কটূক্তি আর করে নানান পাঁয়তারা।
একটা কিছু ইস্যু পেলে করতে কায়েম ফ্যেসিবাদ
করতে কায়েম ফ্যেসিবাদ
অসভ্যতা ছড়িয়ে দেয়াই হল ওদের আসল কাজ
হল ওদের আসল কাজ।

ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী
জনে জনে খবর দে
শাহাবাগীদের গোসল দে
সাবান লাগলে সাবান নে
শাহাবাগীদের গোসল দে
সাবান নে গোসল দে
শাহাবাগীদের গোসল দে
ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী
ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী।

স্বাধীনতার নামে তোরা মুক্ত হবি মুক্ত হ, মুক্ত হ
তাই বলে কি লোক সমাজে দেখিয়ে দিবি তোর দেহ?
নারী হল সম্মানিতা একটি ঘরের অলঙ্কার
উদাম দেহে নামিয়ে তারে কোন সম্মান বাড়াও তার?
ছি ছি ছি ছি
ধিক্কার শা শাহাবাগী
জনে জনে খবর দে
শাহাবাগীদের গোসল দে
সাবান লাগলে সাবান নে
শাহাবাগীদের গোসল দে
সাবান নে গোসল দে
শাহাবাগীদের গোসল দে
ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী।

ইসলাম তো শেখায় নারীর রাখতে বজায় স্ব-সম্মান, স্ব-সম্মান
সমান অধিকারের নামে তোমরা করো অসাম্মান।
ওদের কাছে অশ্লীলতা স্বাধীনতার পরিচয়
স্বাধীন মানে আমরা বুঝি সভ্যতা আর নীতির জয়।
ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী
জনে জনে খবর দে
শাহাবাগীদের গোসল দে
সাবান লাগলে সাবান নে
শাহাবাগীদের গোসল দে
সাবান নে গোসল দে
শাহাবাগীদের গোসল দে
ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী।

এই দেশে তে আমরা সকল ধর্ম মিলে করি বাস, করি বাস
জনে মনে বিভক্তি আর তোমরা বাড়াও ঘৃণার চাষ।
স্বাধীনতার স্লোগানধারি নারীবাদী বোকার দল
ধর্ম নিয়ে বিষ ছড়ানো এ কোন স্বাধীনতা বল?
ছি ছি ছি ছি
ধিক্কার শাহাবাগী
জনে জনে খবর দে
শাহাবাগীদের গোসল দে
সাবান লাগলে সাবান নে
শাহাবাগীদের গোসল দে
সাবান নে গোসল দে
শাহাবাগীদের গোসল দে
ছি ছি ছি ছি
ধিক্কার শাহবাগী।

বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। জাজাকাল্লাহ

গজলটি সরাসরি উপভোগ করুন Holy Tune এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *