গান– পালানোর পথ নাই শিল্পী– সালমান সাদী কথা– আব্দুল কাদির হাওলাদার সুর– মুহাম্মদ বদরুজ্জামান প্রকাশক– হলি টিউন
পালানোর পথ নাইরে মানুষ, পালানোর পথ নাই (২) সাদা কাপন পড়তে হবে সাদা কাপন পড়তে হবে খুলে রে প্যান টাই। পালানোর পথ নাই….. পালানোর পথ নাইরে মানুষ, পালানোর পথ নাই ।
বাড়ি করে নদীর কুলে আল্লাহ্কে তুই আছিস ভুলে (২) জিন্দা আবার করবে তোকে জিন্দা আবার করবে তোকে পুড়ে হলেও ছাই। পালানোর পথ নাই….. পালানোর পথ নাইরে মানুষ পালানোর পথ নাই ।
কয়দিন করবি বাহাদুরি হাওয়ায় উড়া রঙিন ঘুড়ি (২) সুতায় টান মারবে মাবূদ সুতায় টান মারবে মাবূদ তাঁর হাতে নাটাই। পালানোর পথ নাই….
পালানোর পথ নাইরে মানুষ, পালানোর পথ নাই (২) সাদা কাপন পড়তে হবে সাদা কাপন পড়তে হবে খুলে রে প্যান টাই। পালানোর পথ নাই….. পালানোর পথ নাইরে মানুষ, পালানোর পথ নাই (৩)।
গজলটি সরাসরি উপভোগ করতে পারেন Holy Tune এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে