সর্বাধিক সওয়াব লাভের দোয়া

সর্বাধিক সওয়াব লাভের দোয়া

দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে হাদিসে। এতেই বোঝা যায় ইবাদতে দোয়ার গুরুত্ব কতটুকু। দোয়া আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ মাধ্যম। দোয়া না করলে আল্লাহ তাআলা তার ওপর অসন্তুষ্ট হন। দোয়ার মাধ্যমে শুধু সমস্যার সমাধানই নয়, অগণিত সওয়াবও অর্জিত হয়। ছোট ছোট কিছু দোয়া আছে, যা সহজে মুখস্ত করে আমল করা যায়। তেমনই একটি দোয়া উম্মতকে শিখিয়েছেন প্রিয়নবী (স.)। যে দোয়া পাঠ করলে সবচেয়ে বেশি সওয়াব অর্জিত হয় বলে হাদিসে এসেছে।

দোয়াটি হলো—

উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি। অর্থ: “আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তাঁরই” অথবা “ আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি”।

যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা ১০০ বার এই দোয়া পড়বে, কেয়ামতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হতে পারবে না। তবে যারা এই দোয়ার আমল করে, তারা ছাড়া। (মুসলিম: ২৬৯২)

হাদিসে এরকম আরেকটি দোয়ার কথা বলা হয়েছে।
দোয়াটি হলো— 

উচ্চারণ: সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। অর্থ: আল্লাহ পবিত্র, মহান-শ্রেষ্ঠতর। সকল প্রশংসা তাঁরই।

‘যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে ১০০ বার বলবে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সাওয়াব অর্জন করতে পারবে না। (আবু দাউদ: ৫০৯১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুরুত্বপূর্ণ দোয়াগুলো মুখস্ত করে যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *