সাঈদ আহমাদের বাস্তবমুখী পরিবেশনা | তুমি কী পারবে ? | Tumi Ki Parbe | Sayed Ahmad | Kalarab 2023 | তুমি কী পারবে লিরিক

সাঈদ আহমাদের বাস্তবমুখী পরিবেশনা | তুমি কী পারবে ?  | Tumi Ki Parbe | Sayed Ahmad | Kalarab 2023 | তুমি কী পারবে লিরিক

শিল্পীঃ সাঈদ আহমদ
কথা ও সুরঃ সাঈদ আহমদ
অডিও: আবির হাসান
ভিডিওঃ আব্দুর রহমান সাইফি
পরিচালনাঃ মুর্শেদ সিরাজী

তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে
তুমি কি পারবে মানুষের ত্বরে জীবন দিয়ে লড়তে
তুমি কি পারবে স্বাধীনতা কে আবার ফিরিয়ে আনতে
তুমি কি পারবে দুর্নিতীবাজ সন্ত্রাসদের রুখতে
এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট
অভাবে কাহারো স্বভাব কখনো হবেনা যে আর নষ্ট
তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার
তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার
তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরন করতে
বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে।
এতোই যখন পারো ?
তবে কেন জনপদে মহামারি দেখে ভয়ে থরথর করো
তবে কেন জনপদে মহামারি দেখে ভয়ে থরথর করো
তুমিতো নিজেই দুর্নিতীবাজ লম্পট আর খুনী চাঁদাবাজ
তুমিতো নিজেই দুর্নিতীবাজ লম্পট আর খুনী চাঁদাবাজ
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে ??

পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে
পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে (২)

তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে
তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে
তুমি কি পারবে বেকার ছেলের চাকরীর খোঁজ দিতে
বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবেনা বসে
টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবেনা কষ্ট
মন্দ নেশায় হাজার যুবক হবেনা পথভ্রষ্ট
মাদকযুক্ত দেশটাকে আজ মাদকমুক্ত করতে
পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে
এতোই যখন পারো?
তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো
তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো
তুমিতো নিজেই বড় নেশাখোর আদালতের ঐ চেনা ঘুষখোর
তুমিতো নিজেই বড় নেশাখোর আদালতের ঐ চেনা ঘুষখোর
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে ??

পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে
পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে (২)

তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে
তুমি কি পারবে লাখো শহীদের সপ্ন পূরন করতে
তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র
রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র
আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে
অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে
তুমি কি পারবে মানবসেবায় বাড়াতে স্নেহের হাত
শান্তি তখন বলবে এসে দু:খ নিপাত যাক
তুমি কি পারবে শ্রমিকের মুখে সস্থির হাসি ফোটাতে
ন্যায্য পাওনা পেতে তাদের হবেনা কষ্টে ভুগতে।
এতোই যখন পারো ?
তবে কেন গরীবের পকেট হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়
তবে কেন গরীবের পকেট হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়
তুমিতো নিজেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে ধর
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে??

পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে
পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে (২)

গজলটি সরাসরি উপভোগ করতে পারেন Sayed Ahmad এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • আমিরুল ইসলাম , January 7, 2024 @ 8:12 am

    পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে
    এটা সত্যি। আগে নিজেকে ভাল হতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *