সেদিনও এমন করে গজলের লিরিক্স । Muhammad Badruzzaman । Kalarab। কলরবের গজল

সেদিনও এমন করে গজলের লিরিক্স । Muhammad Badruzzaman । Kalarab। কলরবের গজল

গজলঃ সেদিনও এমন করে
শিল্পীঃ মুহাম্মদ বদ্রুজ্জামান, হুজাইফা, জাহিদ
কথাঃ আব্দুল কাদির হাওলাদার
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান

সেদিনও এমন করে, বইবে বাতাস
দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ।২
সূর্য দেবে আলো, রাত্রিও হবে কালো।২
থাকবেনা তোমার দেহে নিঃশ্বাস।
সেদিনও এমন করে, বইবে বাতাস
দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ।২

সেদিনও দুলবে বাগে, বাশেরও ঝাড়
ভেঙে ভেঙে পড়বে নদীরও পাড়।২
জোয়ার ভাটাও হবে, ককিলও ডেকে যাবে।২
ডাকবেনা তোমায় দেখবে লাশ।
সেদিনও এমন করে, বইবে বাতাস
দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ।২

সেদিনও এমন করে, মেঘ ভেসে যাবে
সুরভিত ফুল কলি ঝরে ঝরে পড়বে।২
কোলাহল যাবে থেমে, মরহুম হবে নামে।২
নিঝুম গোরস্থানে হবে আবাস।
সেদিনও এমন করে, বইবে বাতাস
দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ।২
দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ…৩

সেদিনও এমন করে, শুনুন/দেখুন সরাসরি হলি টিউনের ইউটিউব চ্যানেল থেকে

Related Articles