গজলঃ হৃদয় মাঝে মালা গাঁথি
শিল্পীঃ মাহফুজ আলম (রহ.) ও তৌহিদ জামিল
কথা ও সুরঃ তৌহিদ জামিল
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।২
তুমি যে প্রিয় নবী…….
তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।২
প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে
সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে।২
নাহিগো সুখের রবি, যা কিছু আধার সবি।২
শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি।২
দাওনা দেখা তুমি, হয়েছি ব্যকুল আমি।২
তোমার প্রেমে জ্বলি সদা দুঃখের দহনে।
হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তুমি যে প্রিয় নবী…….
তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।