১৮৫ ঘন্টায় মক্কা থেকে হেঁটে মদিনায়, পাঁচ ব্রিটিশ ওমরাহযাত্রীকে অভ্যর্থনা

১৮৫ ঘন্টায় মক্কা থেকে হেঁটে মদিনায়, পাঁচ ব্রিটিশ ওমরাহযাত্রীকে অভ্যর্থনা

১৪ শ বছর আগে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের পথ ধরে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন পাঁচ ব্রিটিশ ওমরাহযাত্রী। ৫৪৭ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিতে তাদের ১৮৫ ঘণ্টা সময় লাগে। গত ২২ জানুয়ারি সাত দিন পথচলার পর মদিনায় পৌঁছলে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, পাঁচ ওমরাহযাত্রী মদিনায় পৌঁছলে তাদের সম্মানে ঐতিহাসিক কবিতা আবৃত্তি করে সেখানকার অধিবাসীরা। ১৪ শ বছর আগে মহানবী (সা.)-এর উদ্দেশ্যে আবৃত্তি করা ‘তালাআল বাদরু আলাইনা …’ কবিতাটি গাইতে শুরু করে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অভ্যর্থনা জানানোর দৃশ্যটি। মদিনাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনার দৃশ্যটি সবার মনে তৈরি করে অন্য রকম অনুভূতি।

এই অভিযাত্রায় অংশ নেওয়া এক সদস্য জানান, মহানবী (সা.) ও তাঁর সাহাবিদের পথ ধরে তারা পায়ে হেঁটে পথচলার উদ্দেশ্যে বের হয়েছেন। ১৫-১৯ দিনের মধ্যেই অভিযাত্রা শেষ করার পরিকল্পনা ছিল তাদের। তবে নির্দিষ্ট সময়ের আগেই গন্তব্যে পৌঁছায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *