গজলঃ রমজান এলো
কথাঃ মুনির শফিক
সুরঃ রুহুল আমিন
শিল্পী (শিশু): মাহফুজুর রহমান, আব্দুর রহমান, আবু ইউসুফ
প্রযোজনা: টিউন হাট
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
শহর নগর গাঁয়ে পাড়ায়
হবে সাহারির এলান।।
আকাশ পাড়ায় চাঁদ উঠেছে
ওহে মুমিন মুমিনা
পাপি তাপির এলো সুযোগ
পেতে প্রভুর রহমত।।
মধুর সুরে পড়বো সবাই
মধুর সুরে পড়বো সবাই
পবিত্র কোরআন।
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
শহর নগর গাঁয়ে পাড়ায়
হবে সাহারির এলান।।
মাগফিরাতের সেই কামনায়
দিলটা করো খাঁটি
পাপ কালিমা করতে মোচন
হও পরিপাটি।
সিয়াম পালন করবো সকল
মুমিন মুসলমান।
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
শহর নগর গাঁয়ে পাড়ায়
হবে সাহারির এলান।।
আল্লাহর আদেশ মেনে করবো
সিয়াম সাধনা যত
রহম নাজাত মাগফিরাত
লুটবো অবিরত।।
প্রতিদানে প্রভু দেবেন
প্রতিদানে প্রভু দেবেন
জান্নাতে রাইয়্যান।
রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান
শহর নগর গাঁয়ে পাড়ায়
হবে সাহারির এলান।।
বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। জাজাকাল্লাহ
গজলটি সরাসরি উপভোগ করুন Tune Hut এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে