২৯ এপ্রিল শুক্রবার ২৭ তম রমজান | সেহরি ও ইফতারের সময়সূচী | ঢাকা বিভাগ | রোজার নিয়ত | ইফতারের দোয়া

২৯ এপ্রিল শুক্রবার ২৭ তম রমজান | সেহরি ও ইফতারের সময়সূচী | ঢাকা বিভাগ | রোজার নিয়ত | ইফতারের দোয়া

২৯ এপ্রিল শুক্রবার ২৭ তম রমজান | সেহরি ও ইফতারের সময়সূচী | ঢাকা বিভাগ | রোজার নিয়ত | ইফতারের দোয়া

রোজার নিয়ত

নিয়ত করার অর্থ হচ্ছে মনে মনে সংকল্প করা। রোজা রাখার জন্য মনে মনে ইচ্ছা করাটাই জরুরী। সেটা মুখে পড়া জরুরী নয়। আমাদের সমাজে যে সকল নিয়ত আরবীতে পাওয়া যায় তার কোনটিই কোরআন-হাদীস দ্বারা প্রমাণিত নয়। এগুলো কোন আলেম বা আরবী ভাষায় পারদর্শী ব্যক্তির রচিত। 

আপনি সাহরী খেতে উঠেছেন সেটাই আপনার জন্য নিয়ত। সারা রমজান মাস আপনি সাহরী খেতে পারেন আর না পারেন আপনি রোজা রাখবেন। এমন ইচ্ছা আপনার রোজা শুরুর আগে থেকেই থাকে তাই নয় কি? সেক্ষেত্রে এটিই আপনার জন্য নিয়ত। বিভিন্ন ক্যালেন্ডারে বা পত্রিকায় যেসকল আরবী নিয়ত থাকে সেগুলো বর্জন করুন।

নিয়ত মানেই নাওয়াইতুয়ান না, এ জাতীয় যত নিয়ত আছে এগুলোকে নামাজ বা রোজার জন্য জরুরী আবশ্যক মনে করা বিদাআত। আল্লাহ্‌ ও তাঁর রাসুল (সাঃ) আমাদের জন্য নির্দিষ্ট করে দেন নি যে এই বাক্যগুলিই পড়তে হবে। আপনি আপনার মাতৃভাষাতেই নামাজ ও রোজার নিয়ত করলে আল্লাহ্‌ তা’আলা আপনার নিয়ত পুরা করে নিবেন ইনশাআল্লাহ্‌। নামাজের ক্ষেত্রে যেমনঃ আমি আল্লাহ্‌ তা’আলাকে হাজির নাজির জানিয়া ফজরের ২ রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়িতেছি। আল্লাহ্‌ তা’আলা আমাদেরকে সহীহ শুদ্ধভাবে ঈমান ও আমলের সহীত ইবাদত করার তৌফিক দান করুন (আমিন)

রেফারেন্স – শায়খ আহমাদুল্লাহ

ইফতারের দোয়া

সম্মানিত ভাইয়েরা, ইফতার করতে গিয়ে আমরা মনের অজান্তে একটি সুন্নতকে ভুলে যাই। সেটা হল আযানের জওয়াব, ভাল হয় ইফতারের সময় হলে একটা খেজুর মুখে দিয়ে প্রথমে জওয়াব দিয়ে তারপর ইফতার করা।

দোয়া (১)

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

হে আল্লাহ্‌! আমি আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

দোয়া (২)

এটি আপনি বিসমিল্লাহ্‌ বলে ইফতার করে তারপর পড়তে পারেন।

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللّٰهُ

পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ্‌ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে।

রেফারেন্স – শায়খ আহমাদুল্লাহ

 

 

সেহরী ও ইফতারের ক্ষেত্রে অন্যান্য বিভাগীয় শহরগুলোর সাথে ঢাকার সময়ের পার্থক্যঃ

যোগ করতে হবেঃ বরিশাল ১ মিনিট, খুলনা ৩ মিনিট, রাজশাহী ৭ মিনিট, রংপুর ৬ মিনিট, ময়মনসিংহ ২ মিনিট

বিয়োগ করতে হবেঃ চট্টগ্রাম ৫ মিনিট, সিলেট ৬ মিনিট

পুরো মাসের ক্যালেন্ডার দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *