প্রকাশিত হল কলরবের নতুন সংগীত ‘আজব ঢাকা’

প্রকাশিত হল কলরবের নতুন সংগীত ‘আজব ঢাকা’

আজ ৪ জুলাই ২০২২ সন্ধ্যা ৬ টায় হলি টিউন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল কলরবের নতুন সংগীত ‘আজব ঢাকা’। এর আগে কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান তাঁর নিজস্ব ফেসবুক ফ্যান পেইজে এই তথ্য জানিয়েছেন। 

তিনি লিখেন – একটা বস্তু বা জায়গা যখন ইতিবাচকতা ছাড়িয়ে নেতিবাচক হয়ে ওঠে তখন তা আজব লাগে। অবাক হয়ে যাই আমরা। যেমন ঢাকা শহর, আমাদের রাজধানী। অনেকাংশে এটি বাংলাদেশের পরিচয় বহন করে। রাজধানী হিসেবে এ শহর যতটা গোছালো আর নিয়মতান্ত্রিক হওয়ার কথা তার ধারেকাছেও নেই। যে কারণে নেতিবাচক গুণ এবং অপরিকল্পিত শহরের তালিকায় রয়েছে ঢাকার নাম।

আজব সিরিজে এবারের সংগীত ‘আজব ঢাকা’। আজব টাকার পরে আজব ঢাকা সংগীতটিও লিখছেন কাজী মারুফ ভাই। সংগীত পরিচালনা করেছেন তানজিম রেজা ভাই। ভিডিও করেছেন আবু বকর ভাই। সবার প্রতি কৃতজ্ঞতা।

আজব সিরিজের সংগীতগুলো সাধারণত মজার ছলে বিবেক দুয়ারে আঘাত করা হয়। এর টার্গেট শ্রোতা হল সাধারণ জনগণ। তাদের বিষয় মাথায় রেখে তা তৈরি হয়। পুরো সংগীতটাই কন্ঠের সাহায্যে তৈরি, কোনরকম বাদ্যযন্ত্রের ব্যবহার নাই এখানে।

আশাকরি আজব টাকা সংগীতের মতো এটিও ভালো লাগবে সবার। মানুষ ভিন্নতা পছন্দ করে, আজব সংগীতগুলোও ভিন্নরকম। আজ বিকেলে আসবে ভিন্নরকম ‘আজব ঢাকা’ 

‘আজব ঢাকা’ সংগীতটির কথাগুলো এমন- 

ঢাকা শহর আজব শহর, কি বলিব ভাই। সব খানেতে খোলা আছে ঢাকা তো আর নাই। যানবাহনের কালো ধোঁয়া ইট বালু আর সিমেন্ট খোয়া। চিরসমুজ গাছ পালা আর মাটি কোথায় পাই? সব খানেতে খোলা আছে ঢাকা তো আর নাই

 

‘আজব ঢাকা’ সংগীতটি ইতিমধ্যে হলিটিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে- নিচে তা শেয়ার করা হইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *