নোয়াখালীতে নামাজে গিয়ে রিকশা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিয়েছেন পীর সাহেব চরমোনাই

নোয়াখালীতে নামাজে গিয়ে রিকশা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিয়েছেন পীর সাহেব চরমোনাই

নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের বাসিন্দা রিকশা চালক তাজুল ইসলাম এক মাসের অধিক সময় যাবৎ রিক্সা হারিয়ে যখন আয় উপার্জনহীন হয়ে দুশ্চিন্তায় ছিলেন, তখন তাঁর এই দুঃসংবাদ জানতে পেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ৩ জুলাই, রবিবার বেঙ্গল কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের প্রোগ্রামে বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলামকে একটি রিক্সার ব্যবস্থা করে দিয়েছেন।

উল্লেখ্য, নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম গত ২৫ মে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে এসে দেখেন তাঁর রিকশা নেই, চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘নামাজ পড়তে গিয়ে তাজুল ইসলামের রিকশা চুরি হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তা আমাদের নজরে আসে। বৃদ্ধ তাজুল ইসলামের জীবিকার একমাত্র অবলম্বন রিকশাটি চুরি হওয়ায় আমাদের কেন্দ্রীয় আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই হুজুর দুঃখ প্রকাশ করেন এবং একটি রিকশা কিনে দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি জেলার নেতৃবৃন্দের কাছে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। আগামীকাল জেলার নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে বাকি টাকা সমন্বয় করে তাজুল ইসলামকে একটি নতুন রিকশা কিনে দেওয়া হবে। পাশাপাশি তাকে বিকল্প কোনো জীবিকার ব্যবস্থা করা যায় কিনা তাও ভাবা হচ্ছে।’

এদিকে নতুন রিকশা পাওয়ার ঘোষণা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তাজুল ইসলাম।

Related Articles