গজল – ক্লান্ত হৃদয়
কথা – জাফর আহমেদ রাব্বি
সুর – সাইদ আহমদ
শিল্পী – মাহফুজ আলম (রহঃ)
রেকর্ড – হলি টিউন স্টুডিও
পাবলিশ – মাহফুজ আলম (ইউটিউব চ্যানেল)
যদি আধারের ঘনঘটা বেড়েই চলে খুব
যদি কামনার নদী টাতে দিয়েই ফেলি ডুব
যদি পথ ভুলে, অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর
ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর
ও প্রভু, ক্লান্ত হৃদয় ঢেলে দিও তব নূর।
যদি জীবনের ভাঁজে ভাঁজে লালসার কীট করে ভিড়
যদি অশুভের বাহু বলে, ভয়ে করি নতশির (২)
যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই
যাতে পরিতা তারপানা চাই
হে প্ৰভু হে প্ৰভু, হে প্ৰভু হে প্ৰভু
ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তবু নূর
ঢেলে দিও তবু নূর।
হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই
জাগতিক বিলাসে দম্ভভরে চলি, ঈমানের বল মনে নাই (২)
আশ্রয় চাই প্রভু ঠেকে আজাজিল
প্রশান্তি দাও মনে সুখ অনাবিল
হে প্ৰভু হে প্ৰভু, হে প্ৰভু হে প্ৰভু
ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তবু নূর
ঢেলে দিও তবু নূর
ঢেলে দিও তবু নূর
ক্লান্ত হৃদয় সরাসরি মাহফুজ আলম (ইউটিউব চ্যানেল) থেকে
আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম
Please Follow US – Halaltune.com | Facebook
Please Subscribe US – Halal Tune Blog | Youtube