যদি আধারের ঘনঘটা বেড়েই চলে খুব যদি কামনার নদী টাতে দিয়েই ফেলি ডুব যদি পথ ভুলে, অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ও প্রভু, ক্লান্ত হৃদয় ঢেলে দিও তব নূর।
যদি জীবনের ভাঁজে ভাঁজে লালসার কীট করে ভিড় যদি অশুভের বাহু বলে, ভয়ে করি নতশির (২) যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই যাতে পরিতা তারপানা চাই হে প্ৰভু হে প্ৰভু, হে প্ৰভু হে প্ৰভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তবু নূর ঢেলে দিও তবু নূর।