এবারের বিশ্ব ইজতেমা থেকে মোট ২৭৭৪টি জামাত বের হয়েছে

এবারের বিশ্ব ইজতেমা থেকে মোট ২৭৭৪টি জামাত বের হয়েছে

দাওয়াতে তাবলিগের মেহনতে ৫৬ তম বিশ্ব ইজতেমা থেকে মোট জামাত বের হয়েছে ২৭৭৪টি। এর মধ্যে দেশি জামাত ২৪৮০টি। আর বিদেশি জামাত ২৯৪টি বের হয়েছে।গতকাল রোববার মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হয় ৫৬তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের মুরব্বি মাওলানা কারী জুবায়ের আহমাদ।রোববার সকাল ১০টায় শুরু হওয়া মোনাজাত চলে প্রায় পঁচিশ মিনিট। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।

৫৬ তম বিশ্ব ইজতেমা থেকে মোট জামাত বের হয়েছে ২৭৭৪টি। এর মধ্যে দেশি জামাত ২৪৮০টি। আর বিদেশি জামাত ২৭৭৪টি বের হয়েছে। দেশে তিন চিল্লার জামাত বের হয়েছে ১৫৬টি ১ চিল্লার জামাত বের হয়েছে ২২৭৫টি। অন্যান্য জামাত ৪৯টি। মোট ২৪৮০টি।বিদেশি জামাত বের হয়েছে মোট ২৯৪টি। তারমধ্যে মাস্তুরাত জামাত ১৬টি।রবের কাছে বান্দার ফরিয়াদ। দু’হাত তুলে সর্বশক্তিমানের কাছে আশ্রয় আর ক্ষমাপ্রার্থনা। লাখো মানুষের আমিন আমিন ধ্বনি যেন তখন অনুরণিত হচ্ছিল তুরাগ তীরের আকাশে-বাতাসে। অশ্রুজলে বুক ভাসিয়ে মুসল্লিরা তাদের মনের সব আকুতি জানিয়েছেন স্রষ্টার কাছে।

ইজতেমার এই আখেরি মোনাজাত শুরু হয় সকাল ১০টায়। চলে একটানা প্রায় পঁচিশ মিনিট। বরাবরের মতো এবারো মোনাজাত পরিচালনা করেন তাবলীগের শীর্ষ স্থানীয় মুরুব্বী হাফেজ মাওলানা কারী জুবায়ের আহমাদ। মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দান ছাপিয়ে মুসল্লিরা অবস্থান নেন টঙ্গী ও গাজীপুরসহ আশপাশের এলাকায়। নারী কিংবা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ-শেষ মুহূর্তে যে যেখানে ছিলেন, সেখান থেকেই দু’হাত তোলেন রবের দরবারে।এর আগে এই মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের স্রোত নামে। প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লি সমবেত হয়।

এখানে তাবলীগ জামাতের দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরুব্বীরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করেন। ময়দানে একই সামিয়ানার নিচে দিন-রাত কাটে লাখ লাখ মুসল্লির। এখানেই চলে তাদের রান্নাবান্না, খাওয়া-দাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজ। ইসলামের জ্ঞান অর্জনের জন্যই তাদের এখানে আসা।মহান আল্লাহকে রাজি-খুশি ও সন্তুষ্টির লাভের আশায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে। গত ১৩ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেয় তাবলীগ জামাতের কয়েক লাখ মুসল্লি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *