হৃদয় ছুঁয়ে যাওয়া নাতে রাসুল | Nabijir Madina Lyrics | নবিজির মদিনা লিরিক্স | Tawhid Jamil, Kalarab Gojol 2024

হৃদয় ছুঁয়ে যাওয়া নাতে রাসুল | Nabijir Madina Lyrics | নবিজির মদিনা লিরিক্স | Tawhid Jamil, Kalarab Gojol 2024

গানঃ নবীজির মদিনা
গায়কঃ তাওহিদ জামিল, তাহসিনুল ইসলাম ও সাইফুল্লাহ নূর
গীতিকারঃ সাইফ সিরাজ
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান

নবীজির মদিনাতে আমি যেতে চাই
এতদূর পথে যাব সামানা যে নাই-২
মদিনা তো মন জুড়ে, তবু কেন এতো দূরে
মদিনা তো মন জুড়ে, তবু কেন এতো দূরে?
হৃদয়ের বাসনাতে, বসে এই বাংলাতে
আঁখি জ্বলে নবীজির নাম লিখে যাই।
নবীজির মদিনাতে আমি যেতে চাই
এতদূর পথে যাব সামানা যে নাই-২

দূর দেশে বসে ভাবি, যাব মদিনায়
খুশী হব আরবের ধুলো মেখে গায়-২
যে ধুলো নবীজির, পায়ে লেগে ধরণীর
সে ধুলো মেখে বুকে সুখ যেন পাই।
নবীজির মদিনাতে আমি যেতে চাই
এতদূর পথে যাব সামানা যে নাই-২

দুরুদের সুরে আমি, বেকুলতা নিয়ে
সুখ পেতে চাই শুধু রওজাতে গিয়ে-২
রওজার পাদদেশে, ঠাই পেলে হেঁসে হেঁসে
পৃথিবীতে আর কোন স্বাদ বাকি নাই।
নবীজির মদিনাতে আমি যেতে চাই
এতদূর পথে যাব সামানা যে নাই-৫

 

গজলটি সরাসরি উপভোগ করতে পারেন Holy Tune এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles