তৃষ্ণায় কাতর আমার এই মন
তৃষ্ণা মেটাবে কূপে জমজম। (২)
সে পানি মাখবো আমি সারা গায়,
পাখি, পৌঁছে দিও রওজায়।
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়। (২)
চিঠির উত্তর যদি গো না পাই
এ জীবন-মরণ সবই যে বৃথায়। (২)
যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়
সে প্রেম নসিব করো ওগো আমায়।
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়। (২)
বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। জাজাকাল্লাহ
গজলটি সরাসরি উপভোগ করুন Abir Chowdhuryএর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে