Jodi Naat Likhte Likhte Lyric | যদি নাত লিখতে লিখতে লিরিক | Abu Ubayda | আবু উবায়দার গান

Jodi Naat Likhte Likhte Lyric | যদি নাত লিখতে লিখতে লিরিক | Abu Ubayda | আবু উবায়দার গান

শিল্পীঃ আবু উবায়দা
কথা ও সুরঃ নূর সাজ্জাদ

যদি নাত লিখতে লিখতে, চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
যদি নাত গাইতে গাইতে, চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।

আমি শব্দ গাঁথি গানে, তোমার ভাবনায়
কত সুর মেখে যে তারে, মনের মত সাজাই – ২
যদি মনের মত গাঁথা, মনের মত না হয় – ২
মনের মত সাজিয়ে দিও গান আমার হেঁসে।
যদি নাত শুনতে শুনতে, চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।

কভু লেখার ফাঁকে যদি, ডাকে তোমায় হৃদয়
তুমি নূর মদিনা ছাড়ি, আসবে কি গো নিশ্চয় – ২
যদি রাখো সত্যি সত্যি, চরণ পাপীর ঘরে,
জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে।
যদি নাত পড়তে পড়তে, চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।

লিখে এই বাসনায় আহমদ, গজল নাতে পাক
হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক।
যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা?
তার আশা-ভরসা তুমি, তোমায় ভালোবাসে।
যদি নাত শুনতে শুনতে, চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।

সঙ্গীত শিল্পী আবু উবায়দার সকল সঙ্গীতের লিরিক দেখতে এখানে ক্লিক করুন

 

Related Articles