জেগেছে বাংলাদেশ লিরিক্স | Jegeche Bangladesh Lyrics | Muhib Khan | জাগ্রত মুহিব খান। ২০০৭ সালে প্রকাশিত

জেগেছে বাংলাদেশ লিরিক্স | Jegeche Bangladesh Lyrics | Muhib Khan | জাগ্রত মুহিব খান। ২০০৭ সালে প্রকাশিত

গানঃ জেগেছে বাংলাদেশ
কথা,সুর ও কন্ঠঃ জাগ্রত কবি মুহিব খান
এ্যালবামঃ ইয়ে মেরা ওয়াতান (২০০৭)

সম্ভাবনার দেশ, আমার বাংলাদেশ
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
হানাহানি বিদ্বেষ, হোক চির নিঃশেষ
বাঁচুক বাংলাদেশ, চলুক দুর্নিবার
আর নয় সংঘাত বৃথাই রক্তপাত
সব দুর্নীতি হোক বন্ধ
বিপন্ন মানুষেরা অধিকার ফিরে পাক
দূর হোক ক্ষমতার দ্বন্দ্ব।
এ বিজয় বাংলার, এ সময় জনতার
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
সম্ভাবনার দেশ, আমার বাংলাদেশ
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার।
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
জেগেছে বাংলাদেশ, এখনই সময়
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
জেগেছে বাংলাদেশ, এখনই সময়।।

অরাজকতার ভয় আর নয় আর নয়
সব ধিদা সংশয় ছাড়িয়ে
দেশটাকে ভালোবেসে জনতার সাথে মিশে
একতার হাত দেও বাড়িয়ে
দিন বদলের নাও, দীপ্ত অঙ্গীকার
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
সম্ভাবনার দেশ, আমার বাংলাদেশ
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার।
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
জেগেছে বাংলাদেশ, এখনই সময়
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
জেগেছে বাংলাদেশ, এখনই সময়।।

সাদা ও কালোর দেশ ধনি গরিবের দেশ
সবাই দেশকে ভালবাসব
আসবে নতুন দিন বিভেদ সঙ্গাহীন
আবার কান্না ভুলে হাসবো
সততা আদর্শের খুলবে এবার দ্বার
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
সম্ভাবনার দেশ, আমার বাংলাদেশ
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার।
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
জেগেছে বাংলাদেশ, এখনই সময়
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার
জেগেছে বাংলাদেশ, এখনই সময়।।

 

সরাসরি উপভোগ করুন ইউটিউব থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *