শোন মানো জানো, কেমন আমার নবীজি
যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি
যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি,
শোন মানো জানো, কেমন আমার নবীজি
যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি
যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি।
তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী
আরো শুনবানি সুন্দর কাহিনী।
জান্নাতের ঐ রুমে রুমে লেখা নবীর নাম
জান্নাতের ঐ রুমে রুমে লেখা নবীর নাম।
নবী রহমতে আলম, নূরে মুজাচ্ছাম
রহমতে আলম, নূরে মুজাচ্ছাম
সাহাবীরা আতর বানায় ঐ নবিজীর ঘাম
সাহাবীরা আতর বানায় ঐ নবিজীর ঘাম।
উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম
যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরাম
যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরাম।
উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম
যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরাম
যাকে ধরে খুতবা দিতেন রাসুলে আকরাম।
গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে
গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে।
হতভাক হয় দেখে যত সাহাবায়ে কেরাম
হতভাক হয় দেখে যত সাহাবায়ে কেরাম।
নবী রহমতে আলম, নূরে মুজাচ্ছাম
রহমতে আলম, নূরে মুজাচ্ছাম।
সাহাবীরা আতর বানায় ঐ নবিজীর ঘাম
সাহাবীরা আতর বানায় ঐ নবিজীর ঘাম।