সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি প্রতিযোগী দেশের হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশী ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম। গত বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার) পৌনে ২টার দিকে প্রতিযোগিতা শেষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সে। সৌদি আরবের পুরো সফরে তাকরিমের সঙ্গী হিসেবে সাথে ছিলেন তার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনও।
ওই দিন রাতেই তাকরিমের আসার খবর শুনে কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই অসংখ্য মানুষ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। একইসাথে তারা এবং গোটা দেশের ধর্মপ্রাণ ও দেশপ্রেমী মানুষের দাবি ছিল তারা আরো বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে তাকরিমকে সংবর্ধনা জানাতে চান।
সেই দাবির পরিপ্রেক্ষিতে তাকরিম সফর থেকে ফিরে আসার পর তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী-ঢাকা সোমবার (২৬ সেপ্টেম্বর) একটি সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণা দেয় কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে মাদরাসা কর্তৃপক্ষ।
আরো পড়ুন – বিশ্বজয়ী হাফেজ তাকরিমের অভিভাবকদের প্রতি শায়খ আহমাদুল্লাহর বিশেষ পরামর্শ
তাকরিমের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, “আপাতত পূর্ব ঘোষিত সংবর্ধনা অনুষ্ঠানটি হচ্ছে না। কেননা, অল্পবয়সে মাত্রাতিরিক্ত খ্যাতি ও প্রসিদ্ধি তাকরিমের ভবিষ্যৎ জীবন গঠনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সে আশঙ্কা থেকেই মাদরাসা কর্তৃপক্ষ ও তাকরিমের পরিবার যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠান না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেছেন, আপাতত মাদরাসার বাইরে কোথাও কোনো সংবর্ধনা, মাহফিল, সভা, সেমিনারে তাকরিম অংশগ্রহণ করবে না। তবে এক্ষেত্রে ‘রাষ্ট্রীয় প্রোগ্রাম ভিন্ন বলে জানালেন তিনি।
হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন তার প্রিয় ছাত্র তাকরিমকে দেশবাসী যে বিপুল ভালোবাসার সাথে গ্রহণ করেছেন- এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকরিমের এই অর্জনকে যারা স্বাগত জানিয়েছেন, প্রচার ও প্রসার করে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরেছেন এবং তাকরিম ও তার প্রতিষ্ঠানকে যারা বিভিন্নভাবে সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা অতীতের থেকে আরো বেশি কামনা করি। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন।