মুফতি ফয়জুল করীম আপাতত কোনো মাহফিলে অংশ নেবেন না

মুফতি ফয়জুল করীম আপাতত কোনো মাহফিলে অংশ নেবেন না

আপাতত আর কোনো মাহফিলে অংশ নেবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বরিশাল সিটি করপোরেশন মেয়র নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকবেন বিধায় পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত তিনি আর কোনো মাহফিল করবেন না।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উপ-মহাপরিচালক (প্রশাসন) শামসুদ্দোহ তালুকদার গতকাল বৃহস্পতিবার (১১মে) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে জানান, আজ শায়খে চরমোনাইর মাহফিল অনুষ্ঠিত হলো নলছিটির চায়না মাঠে। এটা এ সিজনের শেষ মাহফিল।

আরো পড়ুন: প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : চরমোনাই পীর

তিনি লিখেন, শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম সাহেবের বরিশাল সিটি করপোরেশন মেয়র নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকবেন বিধায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাহফিল স্থগিত থাকবে। আরো পড়ুন: ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মুফতী ফয়জুল করীম

প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে ও ভোট ১২ জুন। এ সিটি নির্বাচনে ২৬ মে থেকে প্রচার চালানো যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *