শিক্ষকরাই আমাকে বাবার স্নেহে আগলে রেখেছে

শিক্ষকরাই আমাকে বাবার স্নেহে আগলে রেখেছে

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চলছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে চলা এই প্রতিযোগিতায় আসা বিপুলসংখ্যক কোরআনের পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মসজিদ প্রাঙ্গণ। অংশগ্রহণকারীদের একজন ১৪ বছর বয়সী হাফেজ আব্দুল্লাহ আল জুবায়ের। সে মানিকগঞ্জের হরিরামপুরের মৃত সাইদুর রহমানের ছেলে। দারুল আবরার আল ইসলামীয়া মাদরাসার ছাত্র সে। ২০২১ সালে ক্ষুদ্র ব্যবসায়ী বাবার মৃত্যুর পর আত্মীয়-স্বজনের সহায়তায় পড়াশোনা চলছে তার। তবে কুরআনের নূর প্রতিযোগিতায় বিজয়ী হলে পুরস্কারের অর্থ নিজের শিক্ষকের হাতে তুলে দেবে- কালের কণ্ঠকে জানিয়েছে এতিম জুবায়ের।

জুবায়ের বলেছে, ২০২১ সালে আমি হাফেজ হওয়ার কয়েক দিন পরই বাবা মারা গেছেন। এরপর শিক্ষকরাই আমাকে বাবার স্নেহে আগলে রেখেছেন। তাই প্রতিযোগিতায় আমি বিজয়ী হলে পুরস্কারের টাকা ওস্তাদের (হেফজ বিভাগের শিক্ষক) হাতে তুলে দিতে চাই।

জুবায়েরের শিক্ষক হাফেজ কামরুজ্জামান বলেন, জুবায়ের অনেক শান্ত ছেলে। কখনোই তাকে শাসন করতে হয় না। তবে ওদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই দোয়া করি জুবায়ের যেন বিজয়ী হয়। সে বিজয়ী হলে তার মায়ের কষ্ট অনেক কমে যাবে।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে আয়োজিত ঢাকা উত্তর জোনের ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’র অডিশন শুরু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনূর্ধ্ব ১৫ হাফেজের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণ।

শিশু-কিশোর হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজকদের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকার উত্তর অংশের কয়েক শ মাদরাসা থেকে হাফেজরা অংশগ্রহণ করবে। সর্বোচ্চ বয়সসীমা ১৫ বছরের পূর্ণাঙ্গ ৩০ পারার হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবে ১০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার সাত লাখ টাকা, তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন সাইখুল কুররা আন্তর্জাতিক হিফজ ও কেরাত প্রতিযোগিতার বাংলাদেশি একমাত্র বিচারক শায়খ কারী আহমেদ বিন ইউসুফ আযহারী, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. অলিউর রহমান খান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা হামিদুল্লাহ, মুফতি হাফেজ মাওলানা ইমরান হোসাইন, হাফেজ বজলুর রহমান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা আইনুল আরিফিন, হাফেজ কারী রায়হান, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা মিজানুর রহমানসহ দেশবরেণ্য প্রখ্যাত হাফেজগণ। এসব বিচারক বাংলাদেশের স্বনামধন্য ইসলামী প্রতিষ্ঠান ও মসজিদসমূহের ইমাম।

এর আগে সারা দেশের ৯টি জোনে কোরআনের হাফেজদের বাছাই পর্বের অডিশন স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়। এর আগে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ফরিদপুর ও বরিশালে ভিন্ন ভিন্ন তারিখে অডিশন পরিচালনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *