হে রাসুল বুঝি না আমি লিরিক I আবু উবায়দা I He Rasul Bujhina Ami Lyric | Abu Ubayda

হে রাসুল বুঝি না আমি লিরিক I আবু উবায়দা I He Rasul Bujhina Ami Lyric | Abu Ubayda

শিল্পীঃ আবু উবায়দা
কথা ও সুরঃ তোফাজ্জল হোসাইন খান

হে রাসূল…..
বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয়
হে রাসূল…..
বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় ?

জানি না গোপনে কেমন করে
জানি না গোপনে কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয় ॥
হে রাসূল…..
বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় ?

তোমারই নামে আনন্দে দুলি
তোমারই নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামেতে
তোমারই নামে আনন্দে দুলি
তোমারই নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামেতে।

খোদারো পরশে যে নাম আরশে
খোদারো পরশে যে নাম আরশে
নাম মুহাম্মদ শুধু মধুময় ॥
হে রাসূল…..
বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় ?

স্বার্থ বিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত
তুমি যে প্রাণের অধিক
স্বার্থ বিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত
তুমি যে প্রাণের অধিক।

তুমি প্রিয়তম আমেনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবই অন্ধকার। ২

থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান
থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান
দেব না দেব না লুটাতে ধূলোয় ॥
হে রাসূল…..
বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় ?

জানি না গোপনে কেমন করে
জানি না গোপনে কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয় ॥
হে রাসূল…..
বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় তুমি
রেখেছো বেঁধে মোরে, কোন সুঁতোয় ?

সঙ্গীত শিল্পী আবু উবায়দার সকল সঙ্গীতের লিরিক দেখতে এখানে ক্লিক করুন

Related Articles