অবশেষে দীর্ঘ ৩ বছর পর কারামুক্ত হলেন আল্লামা মামুনুল হক

অবশেষে দীর্ঘ ৩ বছর পর কারামুক্ত হলেন আল্লামা মামুনুল হক

শুক্রবার (৩ মে) সকাল ১০ টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার (২ মে) উচ্চ আদালত থেকে জামিন পান। বিকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।

শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়। সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয়।

মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

জানা গেছে, মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন। মামুনুল হকের ছেলে যিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে তিনি মূল কারাফটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশে চলে যান। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ‘আলহামদুল্লিাহ ভাল আছি’ ছাড়া আর কোনো কথা বলেননি তিনি।

আলহামদুলিল্লাহ্‌

মুক্ত বাতাসে শায়খকে স্বাগতম

Related Articles

3 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Yeasin Arafat , May 10, 2024 @ 10:48 pm

    আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ সকল কোরআনের পাখিদের মুক্ত আকাশে নিয়ে আসুন ।আমিন

  • Sajid , May 30, 2024 @ 11:15 pm

    আলহামদুলিল্লাহ্‌

  • Eshrak , June 22, 2024 @ 6:36 am

    আলহামদুলিল্লাহ্‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *