কতো জানাযার পড়েছি নামাজ (লিরিক্স)। কলরবের গজল। হুজাইফা ইসলাম (শিশুশিল্পী)

কতো জানাযার পড়েছি নামাজ (লিরিক্স)। কলরবের গজল। হুজাইফা ইসলাম (শিশুশিল্পী)

গজলঃ কতো জানাযার পড়েছি নামাজ
শিল্পীঃ হুজাইফা ইসলাম (শিশুশিল্পী)
কথা আব্দুল কাদীর হাওলাদার
সুরঃ নজরুল ইসলাম
রেকর্ড ও প্রকাশকঃ হলি টিউন

কতো জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।
কোথায় যেনো আছে আমারও
তৈরি সাদা কাফন।
জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন।।

আমার তরি বাধা আছে কোন সে খেয়াঘটে
কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে
আমার তরি বাধা আছে কোন সে খেয়াঘটে
কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে,
কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন
জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কোন বাতাশে কোথায় যেনো দুলছে বাঁশের ঝাড়
কোন সে মাটি কোন খানে ডাকে রে বার বার,
কোন বাতাশে কোথায় যেনো দুলছে বাঁশের ঝাড়
কোন সে মাটি কোন খানে ডাকে রে বার বার।
কোথায় যেন বর যাত্রি আছে রে চারজন
জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কোথায় যেন আছে আমারও
তৈরি সাদা কাফন।।
জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন।।

হলি টিউনের ইউটিউব চ্যানেলের ভিডিও

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *