আমাদের ওয়েবসাইটটি চালু রাখতে ও আরো আপডেট করতে আর্থিক অনুদান দিন।
প্রিয় বন্ধু! আমাদের ওয়েবসাইটিতে প্রতি বছর ডোমেইন ও হোস্টিং চার্জ প্রদান করতে হয়। যা আমাদের একা বহন করা সম্ভব হচ্ছে না। আপনারা হয় তো লক্ষ্য করেছেন গুগলের মাধ্যমে কিছু এড আসছে ওয়েবসাইটে কিন্তু সেটাও অনেক কম। কারন আমরা অনেক গুলো এড বন্ধ করে রেখেছি যেগুলো ইসলামিক ওয়েবসাইটে দেখানো সম্ভব নয়। যে এড গুলো আসছে সেগুলো থেকে আমাদের ইনকাম নাই বললেই চলে। আপনি জেনে অবাক হবেন মাত্র মাস প্রতি (0.50$) সেন্ট থেকে ১ ডলার আসে আর এই টাকা দিয়ে মূলত সাইটের খরচ বহন করতে চেয়েছি। এতো অল্প আয়ে সেটা করা সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
আমরা আপনাকে বাধ্য করছি না। আপনার সাধ্যমত যা আছে তাই দিয়ে সহযোগিতা করতে পারেন। নিচে অনুদান পাঠানোর তথ্য দেয়া হল।
বিকাশ ও নগদ সেন্ড মানি করুন।
একাউন্ট নাম্বারঃ 01710396314 (bKash & Nagad)
একাউন্ট টাইপঃ পার্সোনাল